গ্রেনেড হামলা মামলার রায় কার্যকর করার দাবিতে মুরাদনগরে বিক্ষোভ
Published : Monday, 22 August, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
ভয়াল একুশ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলা মামলার রায় কার্যকর করার দাবিতে রোববার দুপুরে মুরাদনগরে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ। মিছিলে নেতৃত্ব দেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। মিছিলটি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয় থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে শেষ হয়।
পরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার। বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ সরকার, সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার মোল্লা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারোয়ার চিনু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ খান।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলালের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম রাজিব, তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, শিক্ষা ও মানবকল্যান সম্পাদক এডভোকেট আয়েশা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাজেদা আক্তার মায়া, মুক্তিযোদ্ধা শওকত আলী, জাকির হোসেন আজাদ, জাকির নেওয়াজ সোহেল, কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের আহবায়ক তাছলিমা চৌধুরী সিমিন, যুগ্ম আহবায়ক সাহিদা আক্তার সাকি ও আওয়ামীলীগ নেত্রী মমতাজ বেগম প্রমুখ।
বিক্ষোভ মিছিলের শুরুতে ভয়াল একুশে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের মাগফিরাত ও আহতদের দীর্ঘায়ু কামনার্থে দোয়া পরিচালনা করেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার মোল্লা।