Published : Monday, 22 August, 2022 at 12:00 AM, Update: 22.08.2022 1:21:02 AM
নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লার বুড়িচং উপজেলায় গত বছরের তুলনায় এ বছর আউশের আবাদ
বৃদ্ধি পেয়েছে ২১০ হেক্টর জমিতে। কিছু কিছু জমি কাটা শুরু হয়েছে। অনাবৃষ্টি
সহ নানা প্রকৃতিক দুর্যোগ সত্যেও কৃষকেরা ভালো ফলনের স্বপ্ন দেখছেন।
প্রায় ১০০০ মেট্রিক টন অতিরিক্ত ধান যুক্ত হতে যাচ্ছে দেশের খাদ্য
ভান্ডারে। উপজেলা কৃষি অফিস গৃহীত বিভিন্ন পদক্ষেপ এর সুফল হিসাবে মৌসুমি
পতিত এই ২১০ হেক্টর জমি আউশ আবাদের আওতায় এসেছে।
মাঠ ঘুরে দেখা যায়,
বুড়িচং, ভারেল্লা দক্ষিণ, পীরযাত্রাপুর, বাকশিমূল ও রাজাপুর ইউনিয়নের
বিভিন্ন মাঠের মৌসুমি পতিতে এ বছর আউশ আবাদ হয়েছে। তার মধ্যে বাকমিমূল
ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ১০ হেক্টর, ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর
গ্রামে ৪ হেক্টর ও বুড়িচং ইউনিয়নের হরিপুর গ্রামের ৩ হেক্টরের নতুন আউশের
মাঠ উল্লেখ্যযোগ্য। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, লাভজনক আউশ আবাদে
কৃষকদের উদ্বুদ্ধ করতে ৭০০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদোনা, ৮০ জন কৃষকের
মাঝে ফলোআপ বীজ সহায়তা ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে ১২০ জন
কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
মৌসুমি পতিত জমিতে আউশ আবাদ
বৃদ্ধির উদ্যোগ গ্রহণকারী অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ বানিন রায় জানান,
বৃষ্টির পানিতে চাষ হয় বিধায় আউশ ধান আবাদের খরচ তুলনামূলক কম। ভূগর্ভস্থ
পানি সংরক্ষণের ক্ষেত্রেও আউশ আবাদ পরিবেশবান্ধব। গত মৌসুম থেকে বুড়িচং
উপজেলায় বিভিন্ন গ্রামের মৌসুমি পতিত জমিতে আউশ আবাদ সম্প্রসারণের
প্রচেষ্টা অব্যাহত আছে। গত বছর ৪১০০ হেক্টর জমিতে আউশ অর্জিত হয়েছিল। এ
বছর তা বেড়ে দাড়িয়েছে ৪৩১০ হেক্টর।