Published : Monday, 22 August, 2022 at 4:13 PM, Update: 22.08.2022 4:15:58 PM
কুমিল্লায় পৃথক অভিযানে ১৭৪০ পিস ইয়াবা ও ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ২১ আগস্ট রবিবার রাতে জেলার কোতয়ালী মডেল থানার পশ্চিম মাঝিগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ একজনকে আটক করা হয়।
পৃথক অন্য আরেকটি অভিযানে একই দিন রাতে সদর দক্ষিণ মডেল থানার সোয়াগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ একজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মোঃ সবুজ (২৪),কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মোঃ ইয়াসিন মিয়া (৩৫)
র্যাব জানায়- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।