ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হলিউড অভিনেত্রী ভার্জিনিয়া প্যাটন আর নেই
Published : Monday, 22 August, 2022 at 4:31 PM
হলিউড অভিনেত্রী ভার্জিনিয়া প্যাটন আর নেই হলিউড কালজয়ী হলিউড অভিনেত্রী ভার্জিনিয়া প্যাটন মারা গেছেন। গত বৃহস্পতিবার ১৮ আগস্ট জর্জিয়ার অ্যালবানির এক বৃদ্ধাশ্রমে ৯৭ বছর বয়সে মৃত্যু হয় এ অভিনেত্রীর। খবরটি নিশ্চিত করেছে ম্যাথিউজ ফিউনারেল হোম।

ডেডলাইন থেকে জানা যায়, ‘ইট’স এ ওয়ান্ডারফুল লাইফ’ সিনেমায় ভার্জিনিয়া প্যাটনের চরিত্রটির নাম ছিল ‘রুথ ডাকিন বাইলি।’ এ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

ইট’স এ ওয়ান্ডারফুল লাইফ ছাড়াও ভার্জিনিয়া প্যাটন অভিনয় করেছিলেন, থ্যাংক ইওর লাকি স্টারস (১৯৪৩), জ্যানি (১৯৪৪), হলিউড ক্যানটিন (১৯৪৪) ও দ্য হর্ন ব্লোজ অ্যাট মিডনাইট (১৯৪৫) সিনেমায় অভিনয় করেছেন।