ভাইয়ের দায়ের কোপে জখম প্রবাসী ভাই
Published : Tuesday, 23 August, 2022 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। কুমিল্লায় ভাইয়ের দায়ের কোপে ভাই জখম হয়েছে। গত ২১ আগস্ট কুমিল্লা ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের কালিকাপুর বিবাদীর বাড়ির রাস্তার সামনে এ ঘটনা ঘটে। জখমকৃত আমেরিকা প্রবাসী মোরশেদ আহম্মেদ বিবাদীর আপন মামাতো ভাই। এ ঘটনায় আহত মোরশেদের ভাই কাজী মোস্তাক আহমেদ কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট মায়ের সম্পত্তি বুঝিয়ে দিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বাদী ও বিবাদীগণ সালিশে বসে। এ নিয়ে বিবাদীদের সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়। এতে ক্ষিপ্ত হয়ে মো: নজরুল ইসলাম নজু, মো: জহিরুল ইসলাম জহির, মফিজুল ইসলামসহ অজ্ঞাতনামা লোকজন আমেরিকা প্রবাসী মোরশেদ আহমেদকে (৩৬) দা দিয়ে কুপিয়ে জখম করে। প্রবাসী ভাইকে রক্ষা করতে আসলে কাজী মোস্তাক আহমেকেও মেরে জখম করে। এসময় আমেরিকা প্রবাসী মোরশেদ আহম্মেদের কাছে থাকা ৩ ভরি ওজনের একটি চেইন, একটি ব্রেসলেটসহ নগদ অর্থ থাকা মানিব্যাগটিও নিয়ে যায়। মামলার স্বাক্ষীরা তাদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আহত প্রবাসী মোরশেদ আহমেদের ভাই কাজী মোস্তাক আহমেদ কুমিল্লা কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।