ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এশিয়া কাপের আগে করোনা পজিটিভ ভারতের কোচ
Published : Tuesday, 23 August, 2022 at 2:19 PM
এশিয়া কাপের আগে করোনা পজিটিভ ভারতের কোচদুয়ারে এশিয়া কাপ। ঠিক এমন মুহূর্তে দুঃসংবাদ শুনলো ভারতীয় ক্রিকেট দল। করোনা পজিটিভ হয়েছেন দলটির হেড কোচ রাহুল দ্রাবিড়। এর ফলে এশিয়া কাপে দলের সঙ্গে তার সম্পৃক্ত হওয়ার বিষয়টি অনিশ্চয়তার মাঝে পড়ে গেলো।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টির নিশ্চয়তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় করোনা পজিটিভ হয়েছেন। এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাওয়ার আগে রুটিন টেস্টে সেটি ধরা পড়ে।’

সেখানে আরও বলা হয়, দ্রাবিড়ের হালকা উপসর্গও আছে। তবে তিনি বিসিসিআই-এর মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন। এখন পরবর্তী পরীক্ষায় নেগেটিভ হলেই কেবল দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তবে দলের বাকি সবাই ২৩ আগস্টেই মরুর বুকে উড়ে যাবে।

একই দিন দলের সঙ্গে দ্রাবিড়েরও যাওয়ার কথা ছিল। কিন্তু তার করোনা পজিটিভ হওয়ার খবরে সার্বিক পরিকল্পনা গোলমেলে হয়ে গেছে। অন্তত শুরুর দিককার সময়ের জন্য।

তার অনুপস্থিতিতে ন্যাশনাল ক্রিকেট একাডেমির ডিরেক্টর ভিভিএস লক্ষ্ণণ জাতীয় দলের ভার সামলাবেন।

অবশ্যে এবারই প্রথম নয় যে লক্ষ্ণণ দলের দায়িত্ব নিচ্ছেন। এর আগেও দ্রাবিড়ের জায়গায় আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব পালন করেছেন। দলকে দিকনির্দেশনা দিতে সঙ্গে ছিলেন জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজেও।

এশিয়া কাপ শুরু ২৭ আগস্ট। ভারতের প্রথম ম্যাচ ২৮ আগস্ট পাকিস্তানের বিপক্ষে।