ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘বিগ বস’ খ্যাত সোনালি ফোগাট আর নেই
Published : Tuesday, 23 August, 2022 at 2:31 PM
‘বিগ বস’ খ্যাত সোনালি ফোগাট আর নেই‘বিগ বস ১৪’ খ্যাত ও রাজনীতিবিদ সোনালি ফোগাট (৪১) মারা গেছেন। সোমবার (২২ আগস্ট) রাতে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ তথ্য পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

নিউজ১৮ এর এক প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন এ অভিনেত্রী। টিকটকে ভিডিও বানিয়েও বিভিন্ন সময় আলোচনায় থাকতেন তিনি। কয়েক মাস আগে একটি ভিডিও পোস্ট করে ব্যাপক ট্রলের শিকার হয়েছিলেন। সোনালী ছিলেন বিজেপির হরিয়ানার মহিলা মোর্চার নেত্রী।

সোনালী ২০০৬ সালে প্রথম টেলিভিশনে পা রাখেন। হরিণাভি নামের একটি শো সঞ্চালনা করেছিলেন তিনি। ২০১৯ সালে ‘দ্য স্টোরি অব বদমাশগড়’ নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন তিনি।

সোনালি মৃত্যুর আগে তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছিলেন। এমনকি তার টুইটার প্রোফাইল ছবিও পরিবর্তন করেছিলেন। তার অকাল মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে ভক্তদের মনে।