ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় হাইজিন একাডেমির বই বিতরণ
তানভীর দিপু
Published : Wednesday, 24 August, 2022 at 2:00 PM
কুমিল্লায় হাইজিন একাডেমির বই বিতরণ রেকিট বেনকিজার ও বাংলাদেশ স্কাউটস্ এর যৌথ উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে হাইজিন একাডেমি নামে একটি পাইলট প্রকল্প কুমিল্লায় শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় কুমিল্লার ৪টি প্রাথমিক বিদ্যালয়ের আওতায় ৩ হাজার শিক্ষার্থী ও শিক্ষকের অংশ গ্রহনে তাদের মাঝে বই বিতরণ করা হয়। স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ দেয়ার জন্য ৪টি বিদ্যালয়ের ১৬ জন শিক্ষককেও এই বই দেয়া হয়। বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) কাজী নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবুদুস ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসএর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কেএম সাইদুজ্জামান, কুমিল্লার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কমিশনার রাশেদা আক্তারসহ অন্যান্যরা।
কুমিল্লায় এই প্রকল্পের আওতাধী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহর পুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়, হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উদ্যোক্তারা জানান, প্রকল্পের সফলতা আসলে ডিসেম্বর থেকে সারা দেশে এই কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে।