সৌরভ মাহমুদ হারুন।।
মঙ্গলবার
বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে বিএনপি
ও যুবদল নেতাকে গুলি করে হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রবর্তন,
জ্বালানি তেল সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং
অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে বুড়িচং উত্তরপাড়া জগতপুর মোড় এলাকা থেকে
সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ ও
বিক্ষোভ মিছিলে দুই হাজারের অধিক বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের
নেতা কর্মী অংশ গ্রহণ করেন।
প্রতিবাদ বিক্ষোভ
মিছিলে শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির
নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া।
প্রধান
বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক, তথ্য ও গবেষণা
বিষয়ক জাতীয় নির্বাহী কমিটির জেডএম খান মোঃ জিয়া উদ্দিন নসু।
আয়োজিত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা
চেয়ারম্যান হাজী মোঃ মিজানুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা
বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন।
বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন, কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির
যুগ্ম আহবায়ক মোঃ মোস্তফা জামান।
বক্তব্য রাখেন
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ময়নামতি মেডিকেল কলেজের অধ্যাপক
ডা.মোঃ নজরুল ইসলাম শাহীন, এডভোকেট শরীফুল ইসলাম ভূইয়া, উপজেলা বিএনপির
সহ-সভাপতি এডভোকেট ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল,
বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল মাষ্টার, নেতা
আসাদুজ্জামান মনির, সদর ইউপি সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মেম্বার,, ডা.
নওশের আলম ভূইয়া, ময়নামতি সভাপতি অধ্যাপ সালাহ উদ্দিন, প্রমুখ। এসময়
বাকশীমূল ইউনিয়ন থেকে বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল মাষ্টার, উপজেলা
বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফারুক আহমেদ ও বিএনপি নেতা আসাদুজ্জামান মনির এর
নেতৃত্বে অন্যান্য ইউনিয়ন এর বিএনপির মত বিশাল মিছিল নিয়ে বিক্ষোভ মিছিলে
যোগদান করলেন। প্রত্যেক ইউনিয়ন থেকে বিএনপির নেতা কর্মী মিছিলে যোগদান
করেন।