ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতালের পরিচালকসহ গ্রেফতার ৭
Published : Wednesday, 24 August, 2022 at 3:40 PM
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতালের পরিচালকসহ গ্রেফতার ৭গাজীপুরের কালীগঞ্জে এবি পজিটিভ রক্তের পরিবর্তে বি পজিটিভ রক্ত পুশ করায় প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালের পরিচালকসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকসহ তাদের গ্রেফতার করা হয়।

বুধবার সকালে র‍্যাব-১ এ তথ্য নিশ্চিত করে।

র‍্যাব জানান, দুপুর ১টার দিকে ঢাকার কারওয়ানবাজার এলাকায় র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ব্রিফ করবেন। সেখান থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

    জানা যায়, ভুল চিকিৎসায় কালীগঞ্জ পৌরসভার বড়নগর রোড এলাকায় ‘জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার’ এ এক প্রসূতি নারীর মৃত্যু হয়। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর ওই বেসরকারি হাসপাতালের পরিচালক বন্যা বেগমসহ তার ৬ সহযোগীকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে র‌্যাব।

গত রোববার গাজীপুরের কালীগঞ্জে জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের ভুল চিকিৎসায় শিরিন বেগম নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। রক্তশূন্য প্রসূতি ওই রোগীর এবি পজিটিভ রক্তের প্রয়োজন থাকলেও তাকে পুশ করা হয় বি পজিটিভ রক্ত। নিহত প্রসূতি শিরিন বেগম উপজেলার তুমলিয়া ইউপির দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি সদ্য নবজাতক ছাড়াও ১০ বছরের দুই জমজ ছেলে সন্তানের মা ছিলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনজুর-ই-এলাহী জানান, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী ডাক্তার সানজিদা পারভীনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্যরা হলেন ডা. মুনমুন আক্তার, মো. এমরান। কমিটি আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেবেন।