প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন
Published : Wednesday, 31 August, 2022 at 12:00 AM
জাপানের
সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে
প্রতিশোধের মিশনে নেমেছিল স্পেন। কথায় বলে, প্রতিশোধের আগুন জ্বলে দ্বিগুণ।
সেই আগুনেই পুড়ে ছাই হলো জাপানের মেয়েরা। তাদের বিপক্ষে প্রতিশোধ নিয়েই
অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন।
সোমবার সকালে
কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে জাপানকে ৩-১ গোলে উড়িয়ে
দিয়েছে স্পেন। অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের গত আসরে স্পেনকে ঠিক ৩-১ গোলে
হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল জাপান। এবার তাদেরকে একই ব্যবধানে হারিয়ে
নিজেদের প্রথম শিরোপা জিতলো স্পেন।
কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে
ম্যাচের প্রথমার্ধেই ফল প্রায় নিশ্চিত করে ফেলেছিল স্পেন। ম্যাচের ১২
মিনিটের মাথায় প্রথম গোল করেন ইমা গাবারো। চলতি বিশ্বকাপে সবমিলিয়ে ৮ গোল
নিয়ে তিনিই সর্বোচ্চ গোলদাতা। এই টুর্নামেন্টের এক আসরে ইমার চেয়ে বেশি
গোল করতে পেরেছেন মাত্র তিনজন ফুটবলার।
ইমার গোলে লিড নেওয়ার পর ২২
মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালমা পারাল্লুয়েলো। মিনিট পাঁচেক পর পেনাল্টি
থেকে সালমার দ্বিতীয় গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। ম্যাচ মূলত তখনই
শেষ হয়ে যায়। মাত্র ২৭ মিনিটেই তিন গোল করে নিজেদের শক্ত অবস্থান জানান দেয়
স্পেন।
দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র দুই মিনিটের মধ্যেই অবশ্য একটি গোল শোধ
করে জাপান। ম্যাচের ৪৭ মিনিটে সাজু আমানোর গোলটি শুধু পরাজয়ের ব্যবধানই
কমিয়েছে। পুরো ম্যাচে গোলের জন্য ১৫টি শট করে এই এক গোলের বেশি আর করতে
পারেনি জাপান। ফলে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের।
‘৫ বছরের’ জন্য ইউনাইটেডে আন্তোনি
গত
কয়েক দিনের ঘটনাপ্রবাহে সবকিছু একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল
আনুষ্ঠানিক ঘোষণার। সেটিও এবার হয়ে গেল। ব্রাজিলিয়ান উইঙ্গার আন্তোনিকে দলে
টানতে তার বর্তমান ক্লাব আয়াক্সের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ম্যানচেস্টার
ইউনাইটেড।
দুই ক্লাবই মঙ্গলবার বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, চুক্তিটা হচ্ছে পাঁচ বছরের। সঙ্গে আরও এক বছর
মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে।
আয়াক্সের দেওয়া তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সী
এই ফুটবলারকে পেতে প্রাথমিকভাবে ইউনাইটেডের খরচ হচ্ছে ৯ কোটি ৫০ লাখ ইউরো।
বিভিন্ন ফি বাবদ অঙ্কটা ১০ কোটি ইউরো পর্যন্ত হতে পারে।
প্রিমিয়ার লিগের ইতিহাসে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড় হতে যাচ্ছেন তিনি।
২০২০
সালে ব্রাজিলের ক্লাব সাও পাওলো থেকে আয়াক্সে যোগ দেওয়ার পর দলটির হয়ে এখন
পর্যন্ত ৮২ ম্যাচ খেলে আন্তোনি গোল করেছেন ২৫টি, অ্যাসিস্ট ২২টি।
ইউনাইটেডের বর্তমান কোচ এরিক টেন হাগের কোচিংয়ে ডাচ ক্লাবটিতে খেলেছেন
তিনি।
আক্রমণভাগে নতুন শক্তি যোগ করতে অনেক দিন ধরেই আন্তোনির ওপর নজর
ইউনাইটেডের। কদিন আগে গণমাধ্যমের খবরে বলা হয়, ক্লাবটি বড় অঙ্কের প্রস্তাব
দিলেও আয়াক্স তাকে ছাড়তে রাজি হয়নি। তবে পরে আন্তোনি নিজেই জানিয়ে দেন,
নতুন চ্যালেঞ্জ নিতে দল ছাড়তে চান তিনি। তারপরই তার দলবদলের প্রক্রিয়া জোর
মাত্রা পায়।
আয়াক্সে গত মৌসুমটা অসাধারণ কাটে তার। সব প্রতিযোগিতা
মিলিয়ে ৩৩ ম্যাচে ১২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ১০টি। দলের
টানা তৃতীয় লিগ শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। চ্যাম্পিয়ন্স লিগের
শেষ ষোলোতেও উঠেছিল তারা।
গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক
ফুটবলে অভিষেক হয় আন্তোনির। এখন পর্যন্ত জাতীয় দলের হয় ৯ ম্যাচ খেলে ২টি
গোল করেছেন গতিতে প্রতিপক্ষের রক্ষণকে ভেঙে দিতে সক্ষম এই তরুণ।
চলতি
গ্রীষ্মের দলবদলে ইউনাইটেডে যোগ দেওয়া পঞ্চম খেলোয়াড় হচ্ছেন তিনি। এর আগে
আয়াক্স থেকে তার সাবেক সতীর্থ ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস, রিয়াল
মাদ্রিদের মিডফিল্ডার কাসেমিরো, ফেইনুর্ডের ফুল-ব্যাক তাইরেল মালাসিয়া ও
ডেনিশ মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেনকে ফ্রি ট্রান্সফারে দলে টানে
ক্লাবটি।