আগামী
সেপ্টেম্বরে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ সেপ্টেম্বর
কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ারা। দুটি
ম্যাচই প্রতিপক্ষের মাঠে। তবে কোনও চাপ নিচ্ছে না লাল-সবুজ জার্সিধারীরা।
উত্তরার
পুলিশ এফসি মাঠে অনুশীলনের একফাঁকে দলের তরুণ ডিফেন্ডার রিমন হোসেন
সংবাদমাধ্যমকে চাপমুক্ত হয়ে খেলার কথা জানালেন। তিনি বলেছেন, ‘আসলে অ্যাওয়ে
ম্যাচ যেহেতু... প্রেশার নেওয়ার কিছু নেই। ওরা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে
এগিয়ে, কিন্তু ফুটবল হচ্ছে মাঠের খেলা। মুখের খেলা না। আমরা চেষ্টা করবো জয়
আনার জন্য।’
প্রিমিয়ার লিগ শেষে সবাই ছুটিতে ছিলেন। ফিটনেস ঘাটতি
কিছুটা দেখা যাচ্ছে। রিমন অবশ্য আশাবাদী, ‘আমাদের ফিটনেসে কিছু ঘাটতি আছে,
কোচ সেভাবেই অনুশীলন করাচ্ছেন। অনুশীলন ভালো হচ্ছে, তাই আশা করি, আমাদের
ফিটনেসে ঘাটতি থাকবে না। কয়েকদিনের মধ্যে আমরা পুরো ফিটনেস ফিরে পাবো। সে
অনুযায়ী অনুশীলন করছি। প্রথম দিনের অনুশীলন আর আজকের অনুশীলন আলাদা। আজকের
অনুশীলন ভালো হয়েছে, ফিটনেসও মোটামুটি ফিরে পেয়েছি আমরা।’
ফিনল্যান্ড
প্রবাসী ফুটবলার কাজী তারিক রায়হান এই ক্যাম্পকে প্রাক মৌসুমের প্রস্তুতি
হিসেবে নিচ্ছেন, ‘প্রাক মৌসুমের প্রস্তুতিতে আমাদের ঘাম ঝরাতে হবে, যাতে
করে আমরা যখন মাঠে আসল ম্যাচ খেলতে নামবো, সেটা যেন উপভোগ করতে পারি। লিগ
শেষের তিন সপ্তাহ পর আমরা অনুশীলনে নেমেছি। স্বাভাবিকভাবেই আমাদেরকে কিছুটা
ভুগতে হয়েছে (শুরুর দিকের অনুশীলনে)। আমরা এগুলো নিয়ে ধাপে ধাপে কাজ করছি,
সবার ফিটনেস লেভেলও ওপরের দিকে যাচ্ছে।’
বল পায়ে রেখে আক্রমণাত্মক
ফুটবল খেলতে চাইছে বাংলাদেশ। তারিক বলেছেন, ‘অস্কার ব্রুজন ও হাভিয়ের
কাবরেরার দুজনের মেথোলজি প্রায় একই। বল পায়ে রেখে খেলবো, আক্রমণ করবো,
সুন্দর ফুটবল খেলবো।’