ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দির ইলিয়টগঞ্জ স্বাস্থ্য কেন্দ্র ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
Published : Wednesday, 31 August, 2022 at 12:00 AM, Update: 31.08.2022 12:34:52 AM
দাউদকান্দির ইলিয়টগঞ্জ স্বাস্থ্য কেন্দ্র ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ আলমগীর হোসেন,দাউদকান্দি ||
দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চারপাশে ঘেঁষে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান জানান, কয়েক বছর যাবত
ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটক এবং সিমানা প্রাচীরের চারপাশ ঘেঁষে অবৈধ ভাবে বিভিন্ন দোকানপাট গড়ে তুলে। এর ফলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি দৃশ্যমান ছিলো না। অবৈধ স্থাপনার কারনে হাসপাতালে আগত রোগীদের সিমাহীন দূর্ভোগ পোহাতে হতো। স্বাস্থ্য কেন্দ্রটি দৃশ্যমান করতে এ উচ্ছেদ অভিযান করা হয়েছে।
অভিযানে হাসপাতাল ও ভূমি অফিস কর্মকর্তাগণ এবং বিপুল সংখ্যক পুলিশ ছিলেন। এদিকে এ উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।