ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জনগণের নাভিশ্বাস উঠে গেছে
কুমিল্লায় বিএনপির বিক্ষোভ সমাবেশে হাজী ইয়াছিন
Published : Wednesday, 31 August, 2022 at 12:00 AM, Update: 31.08.2022 12:37:12 AM
জনগণের নাভিশ্বাস উঠে গেছেনিজস্ব প্রতিবেদক:
বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, জণগনের নাভিশ্বাস উঠে গেছে। আজ বাজারে আগুন, তেলের দামে আগুন, লোডশেডিংয়ে বিরক্ত মানুষ। না আছে গণতন্ত্র, না আছে স্বস্তি। এই সরকার শুধু এখন মানুষের ভোটাধিকার হরণ করার মধ্যেই নাই নাই তারা এখন জনগণের বাজারেও হাত দিয়েছে। জনগণ এখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই আন্দোলন জানাচ্ছে। তবে কেউ কেউ আমাদের এই আন্দোলনেও প্রতিবন্ধকতা তৈরী করছে। তাদের বলছি- আমরা বিএনপি কোন ব্যাক্তিগত কারণে আন্দোলন করছি না।  তিনি গতকাল কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জ্বালানী তেল, পরিবহন ভাড়া, সকল দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, অসহনীয় লোডশেডিং এবং ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলনেতা আবদুর রহিম নিহত হবার প্রতিবাদে কুমিল্লা সদর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।  
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আলী আক্কাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা আলম রায়হান, রেজাউল কাইউম, আমিরুজ্জামান আমির, আতাউর রহমান ছুটি, আশিকুর রহমান ওয়াসিম, মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় দক্ষিণ জেলা বিএনপি, মহানগর বিএনপি, মহিলাদল, যুবদল, ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন আরো বলেন, বিএনপির জনতার দল, গণতন্ত্রের দল। বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করে তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের বৃদ্ধি জনগণ মেনে নিবেনা। তাই মানুষের পক্ষে আজ বিএনপি মাঠে নেমেছে। আমরা আশা করি সারা দেশের মানুষ আমাদের ডাকে সাড়া দিবেন। বিএনপি আজ আন্দোলনের ডাক দিয়েছে। বিএনপি আজ রাজনীতি করছে মানুষর জন্য। আর আপনারা বলছেন- খেলা হবে,  মাঠে আসতে। এ কেমন কথা ভাই - মানুষকে ভোটাধিকারের সুযোগ দিয়ে মাঠে আসেন- তখন আসল খেলা হবে।  
সমাবেশের আগে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপির নেতা কর্মীরা সমাবেশস্থলে আসেন। এসময় তারা দ্রব্যমূল্য এবং তেলের দাম বৃদ্ধির  প্রতিবাদ জানিয়ে শ্লোগান দেন। এদিকে সমাবেশকে কেন্দ্র করে কান্দিরপাড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন তৈরী না হয় সেজন্য জেলা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের সদস্যদের কান্দিরপাড় এলাকায় অবস্থান নিতে দেখা যায়।