Published : Sunday, 4 September, 2022 at 4:14 PM, Update: 04.09.2022 4:15:30 PM
একাকী আকাশে ভাসতে চেয়েছিলেন টিকটক তারকা তানিয়া পরদেজি। কিন্তু সময়ে খুলল না প্যারাসুট। মাটিতে আছাড় খেয়ে পড়ে গুরুতর আহত হয়ে হন তিনি। সেই অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তানিয়ার বয়স ২১। টিকটকে তার অনুগামীর সংখ্যা কম নয়। নানা দুঃসাহসিক কাজ করে পোস্ট করতেন এই টিকটক তারকা। এবার চেয়েছিলেন প্যারাসুটে করে আকাশে ভেসে থাকতে। কিন্তু স্কাইডাইভিংয়ে প্রথম বারের একক প্রয়াসেই ঘটে গেল দুর্ঘটনা।
টরন্টোর স্কাইডাইভ সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, তানিয়া অনেক নিচু জায়গায় তার প্যারাসুটটি খোলার চেষ্টা করেছিলেন। ফলে উপযুক্ত বাতাসের অভাবে প্যারাসুটটি খোলেনি। তিনি প্যারাসুটটি খুলতে দেরিও করে ফেলেছিলেন বলে দাবি করেছে একটি সূত্র।
তানিয়ার মৃত্যুকে একটি অনভিপ্রেত ঘটনা বলে উল্লেখ করেছে সংস্থা। টিকটক তারকার আকস্মিক মৃত্যুতে তার অনুগামী ভক্তরাও শোকে বিহ্বল হয়ে পড়েছেন।