ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলায় নারী ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেপ্তার-৮
ইসমাইল নয়ন।।
Published : Sunday, 4 September, 2022 at 7:38 PM, Update: 04.09.2022 7:44:41 PM
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলায় নারী ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেপ্তার-৮ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত নারী আসামীসহ ৮ জনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা'র নির্দেশে শনিবার রাতে থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত নারী আসামীসহ আটজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার শশীদল গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে শফিকুল ইসলাম প্রকাশ শফি (৩২) উত্তর তেতাভূমি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে মোঃ সেলিম, বাগড়া গ্রামের মৃত বারেকের ছেলে সেলিম মিয়া (৫১), উত্তর চান্দলা গ্রামের সফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, দধিখলা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে দেলোয়ার হোসেন, বড়ধুশিয়া কালন মিয়ার ছেলে কাইয়ুম (৪৫) ও কামাল হোসেন, কালন মিয়ার স্ত্রী ফাতেমা আক্তার। রবিবার সকালে আসামীদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করেছেন।