ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘কালজয়ী সৃষ্টিতে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন মাজহারুল আনোয়ার’
Published : Sunday, 4 September, 2022 at 8:15 PM
‘কালজয়ী সৃষ্টিতে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন মাজহারুল আনোয়ার’গীতিকার ও চিত্রপরিচালক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশিষ্ট এই গীতিকার তার কালজয়ী সৃষ্টির মাধ্যমে এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর বারিধারায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গাজী মাজহারুল আনোয়ার। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অজ্ঞনে শোকের ছায়া নেমে আসে।