ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাকে হত্যার পর যুবকের ‘আত্মহত্যা’, উদ্ধার ৭৭ পৃষ্ঠার নোট
Published : Monday, 5 September, 2022 at 12:27 PM
মাকে হত্যার পর যুবকের ‘আত্মহত্যা’, উদ্ধার ৭৭ পৃষ্ঠার নোটমাকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক যুবক। রবিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিণী এলাকায়। ৭৭ পৃষ্ঠার এক সুইসাইড নোট  লিখে গেছে ওই যুবক। পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটে মাকে হত্যা ও আত্মহত্যার কারণ উল্লেখ রয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বেকারত্বের কারণে হতাশায় ভুগছিলেন ২৫ বছর বয়সী আত্মঘাতী যুবক ক্ষিতীশ। দুই থেকে তিনদিন আগে মাকে খুন করেন। মরদেহ রাখেন শৌচাগারে। দু’দিন নিজেও বাড়ির বাইরে বের হননি। ৭৭ পৃষ্ঠার সুইসাইড নোট লিখে রবিবার নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন।

ওই দিন রাত ৮টার দিকে পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ক্ষিতীশের প্রতিবেশী পুলিশকে ফোন করে জানান, তীব্র গন্ধে আসছে ওই বাসা থেকে।

পরে দরজা ভেঙে প্রথমে উদ্ধার করা হয় যুবকের মরদেহ। ঘরে তল্লাশি চালিয়ে তার মায়ের মরদেহ পাওয়া যায়। ঘটনা খতিয়ে দেখার জন্য তাদের আত্মীয়দেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।