Published : Tuesday, 6 September, 2022 at 12:00 AM, Update: 06.09.2022 12:36:53 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গত ৪ আগস্ট মাদককারবারী ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ৪ আগস্ট দুপুরে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় তেতাভূমি (অনন্তপুর) গ্রামের মোনারপুল ব্রীজের উপর হইতে মোঃ রাজিব মিয়া(২৫) কে গ্রেফতার করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রাজিব মিয়া ব্রাহ্মণপাড়া (পূর্ব পাড়া) গ্রামের শহীদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
এছাড়া জিআর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী মোঃ নাজমুল হোসেনকে গ্রেফতার করে। সে ব্রাহ্মণপাড়া থানার বাগড়া গঙ্গানগর গ্রামের আলী আক্কাসের ছেলে।
অপরদিকে এসআই আনোয়ার হোসেন ও এসআই শফিকুল ইসলাম সঙ্গীও ফোর্সসহ জিয়ার পরোয়ানা ভক্ত আসামি ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ শশীদল মধ্যপাড়া গ্রামের মৃত মোসলেমের ছেলে মোঃ আল আমিনকে এবং সিআর পরোয়ানোভুক্ত আসামি ব্রাহ্মণপাড়া থানার ষাটশালা গ্রামের তাজুল ইসলামের ছেলে কামরুল হাসান সবুজকে গ্রেফতার করে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহা সত্যতা স্বীকার করে বলেন, "আসামীগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"