Published : Tuesday, 6 September, 2022 at 12:00 AM, Update: 06.09.2022 12:37:06 AM
আলমগীর হোসেন।।
সর্বস্তরের
মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন কুমিল্লার কৃতী সন্তান, কিংবদন্তি
গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত
গাজী মাজহারুল আনোয়ার। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে রাষ্ট্রীয়
শ্রদ্ধা গার্ড অব অনার দেয়া হয়। সেখানে প্রিয় মানুষকে শেষবার দেখতে ভীড়
জমান হাজারো ভক্ত, বন্ধু ও স্বজনরা । পরে তার মরদেহ নেয়া হয় এফডিসিতে।
জানাজা শেষে বিকালে বনানীতে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
সোমবার
বেলা ১১টার দিকে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ বহনকারী এম্বুলেন্সটি শহীদ
মিনারে পৌঁছালে দীর্ঘদিনের পরিচিত প্রিয় মানুষটিকে দেখতে হুমড়ি খেয়ে পড়ে
ভক্তরা। এরপর তার মরদেহ রাখা হয় শহীদ মিনারের অস্থায়ী মঞ্চে। সেখানে তাকে
রাষ্ট্রীয় শ্রদ্ধা গার্ড অব অনার প্রদান করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন
সর্বস্তরের মানুষ।
নবীন,প্রবীন শিল্পী,কলা-কৌশলী ও গুনীজনরা ফুল দিয়ে
শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেন তাকে। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন
সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গরা।
পিতার আত্মার শান্তির জন্য সবার কাছে
দোয়া প্রার্থনা করেছেন তার ছেলে সরফরাজ আনোয়ার উপল এবং মেয়ে কন্ঠ শিল্পী
দিঠি আনোয়ার । প্রখ্যাত এ গীতিকারের কাজগুলো সংরক্ষনের উদ্যোগ নেয়া হচ্ছে
বলেও জানান তারা।
এদিকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
নিবেদনের পর গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ নেয়া হয় তার দীর্ঘ বছরের পরিচিত
কর্মস্থল এফডিসিতে। সেখানে তার প্রতি ফুলেল শ্রদ্ধা জানান সহকর্মীরা। পরে
এফডিসিতে তার প্রথম জানানা অনুষ্ঠিত হয়।
আসর নামাজের পর গুলশানের আজাদ মসজিদে দ্বীতিয় জানাজা শেষে বনানীতে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।