আগামীকাল বুধবার এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই খেলতে বাহরাইন যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। দশ গ্রুপ চ্যাম্পিয়ন দল ও সেরা পাঁচ রানার্সআপ দল স্বাগতিকসহ মূল পর্বে খেলবে।
বাংলাদেশের গ্রুপে রয়েছে দক্ষিণ এশিয়ার দুই দেশ নেপাল ও ভুটান এর সঙ্গে স্বাগতিক বাহরাইন, কাতার। বাহরাইন ও কাতার বাংলাদেশের চেয়ে শক্তিমত্তায় এগিয়ে থাকলেও বাংলাদেশের কোচ রাশেদ আহমেদ পাপ্পু মূল পর্বে খেলার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি। গ্রুপ চ্যাম্পিয়ন না হলে সেরা রানার্স আপ হয়ে চূড়ান্ত পর্ব খেলতে চাই।’
কিছু দিন আগে ভারতে সাফ অনূর্ধ্ব-২০ খেলে আসা দশজনের বেশি ফুটবলার রয়েছেন সাফ অনূর্ধ্ব-১৭ দলে। এতে তেমন সমস্যা দেখছেন না কোচ, ‘সাফ অনূর্ধ্ব-২০ দলের মূল একাদশের মাত্র দু’জন খেলোয়াড় অনূর্ধ্ব-১৭ সাফ খেলছে।’
সাফ অ-২০ টুর্নামেন্ট ১৮ সেপ্টেম্বরে শেষ হবে। জাতীয় দলের প্রীতি ম্যাচ ২২ ও ২৭ সেপ্টেম্বর। তাই সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছিল বাফুফের এ সংক্রান্ত নীতি নিয়ে। বাফুফে কর্মকর্তা ও সাফ অনূর্ধ্ব-২০ দলের ম্যানেজার বিজন বড়ুয়া এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার বলে মন্তব্য করেন।
এএফসি অ-২০ বাছাই সূচি১০ সেপ্টেম্বর বাংলাদেশ-বাহরাইন
১২ সেপ্টেম্বর বাংলাদেশ-ভুটান
১৬ সেপ্টেম্বর বাংলাদেশ-কাতার
১৮ সেপ্টেম্বর বাংলাদেশ-নেপাল