কুমিল্লায় বেশি দামে সার বিক্রি, নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে ইচ্ছামতো দামে বিক্রি এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এ অভিযান চালান অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
তিনি বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী বাজারে অভিযান চালানো হয়। এসময় বেশি দামে সার বিক্রি করায় মেসার্স রহমান ট্রেডার্সকে ১০ হাজার টাকা, চাল ও চিনি মজুত করে ইচ্ছামতো দামে বিক্রি, ভাউচার সংরক্ষণ না করা এবং মজুতের লাইসেন্স প্রদর্শন করতে না পারায় মেসার্স মায়ের দোয়া স্টোরকে ৩০ হাজার টাকা এবং মেসার্স আল আমিন স্টোরকে ২০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক আছাদুল ইসলাম।