ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম মারা গেছেন
Published : Wednesday, 7 September, 2022 at 1:52 PM
অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম মারা গেছেনসুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম (৮৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দুপুর পৌনে ১২টার দিকে তিনি মারা যান।

আপিল বিভাগের রেজিস্ট্রার ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রিধারী সৈয়দ আমিরুল ইসলাম ১৯৯৪ সালের ৭ ফেব্রুয়ারি বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে যোগদান করেন। এক যুগেরও বেশি সময় সেই দায়িত্ব পালনের পর ২০০৭ সালে অবসরে যান। তবে এরপরও আপিল বিভাগে আইন পেশায় যুক্ত ছিলেন তিনি।