ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিকের শিক্ষকদের অনলাইনে বদলি চালুর ইঙ্গিত
Published : Wednesday, 7 September, 2022 at 1:47 PM
১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিকের শিক্ষকদের অনলাইনে বদলি চালুর ইঙ্গিতদীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিকের শিক্ষকদের অনলাইনে বদলি চালু হতে পারে বলে জানা গেছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম।

মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিকে সহজ ও হয়রানিমুক্ত করতে এবং শিক্ষকদের যাতে কোথাও ধর্না দিতে না হয় সে জন্য অনলাইনে শিক্ষক বদলীর কার্যক্রম গ্রহণ করে সরকার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এ কার্যক্রমের বাস্তবায়ন কিছুটা বিলম্ব হয়। চলতি বছরের ৩০ জুন গাজীপুরের কালিয়াকৈরে এ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। 

ঘোষণা ছিল, পাইলটিং কার্যক্রম শেষ হলে সারা দেশে সহকারী শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম শুরু হবে।