ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
Published : Saturday, 10 September, 2022 at 12:00 AM
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে টানা দুই ম্যাচ জিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে আরেক ফেভারিট ভারতকে পেয়েছে পল স্মলির দল।
‘বি’ গ্রুপে শুক্রবার কলম্বোর রেসকোর্স মাঠে নেপালের কাছে ৩-১ গোলে হেরেছে ভারত। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে হিমালয়ের দেশটি আর রানার্স আপ ভারতীয় দল।
আগামী ১২ সেপ্টেম্বর বিকাল ৪টায় ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ-ভারত। আরেক সেমিতে নেপালের প্রতিপক্ষ মালদ্বীপ ও শ্রীলঙ্কার মধ্যকার জয়ী দল।