ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রানির মৃত্যুতে স্থগিত প্রিমিয়ার লিগ, ইংল্যান্ডের টেস্ট
Published : Saturday, 10 September, 2022 at 12:00 AM
 
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে পুরো বিশ্বই শোকাভিভূত। তবে সবচেয়ে বেশি শোকে মুহ্যমান যুক্তরাজ্য। তাই ক্রিকেট-ফুটবল সবখানেই রানির মৃত্যু শোকের প্রভাব পড়েছে। প্রয়াত রানির প্রতি সম্মান জানাতে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের সিরিজ নির্ধারণী টেস্টটি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।  
পুরো সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগসহ স্কটিশ প্রিমিয়ারশিপের ম্যাচও। এর ফলে প্রিমিয়ার রিগের ১০টি ম্যাচ সূচি অনুযায়ী মাঠে গড়াচ্ছে না। হচ্ছে না ৬টি স্কটিশ প্রিমিয়ারশিপের ম্যাচও। সম্মান জানিয়ে ইংল্যান্ডের ন্যাশনাল লিগ, এফএ ট্রফি থেকে শুরু করে তৃণমূলের সব ম্যাচই স্থগিত করা হয়েছে। এর আওতায় রয়েছে গলফ, ঘোড় দৌড়ের মতো প্রতিযোগিতাও।
দ্য ওভালের টেস্ট শুরু হয়েছে বৃহস্পতিবার। কিন্তু বৃষ্টির কারণে প্রথমদিনটি ভেসে গেছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই টেস্ট নিয়ে আপডেট পরে জানিয়ে দেওয়া হবে। আর দ্বিতীয় দিনে যারা টিকিট কিনেছিলেন, তারা সেটির রিফান্ডও পেয়ে যাবেন।
ক্রিকইনফো জানিয়েছে, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড ইসিবির যে কোনও সিদ্ধান্তই মেনে নিতে রাজি। পেছানো কিংবা বাতিল- যে কোনও কিছুতেই তারা সহযোগিতা করতে আগ্রহী। এজন্য প্রোটিয়াদের ইংল্যান্ড থাকার সময়সীমা বাড়াতেও রাজি।