ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাফ নারী চ্যাম্পিয়নশিপ পাকিস্তানের বিপক্ষে গোল বাড়িয়ে নিতে চায় বাংলাদেশের মেয়েরা
Published : Saturday, 10 September, 2022 at 12:00 AM
সাফ নারী চ্যাম্পিয়নশিপ পাকিস্তানের বিপক্ষে গোল বাড়িয়ে নিতে চায় বাংলাদেশের মেয়েরাসাফ গেমস ফুটবলে বাংলাদেশ সবশেষ ২০১০ সালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল। সেবার ঢাকায় দুই গোলে জিতেছিল স্বাগতিকরা। ১২ বছর পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। আজ শনিবার দুপুর সোয়া একটায় সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দেখা হচ্ছে তাদের। পাকিস্তান প্রথম ম্যাচে ৩-০ গোলে ভারতের কাছে হারায় কাঠমান্ডুতে জয় নিয়ে মাঠ ছাড়তে চাইছে গোলাম রব্বানী ছোটনের দল। সঙ্গে গোল ব্যবধানও বাড়িয়ে নেওয়ার লক্ষ্য।
সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েদের শুরুটা হয়েছে মালদ্বীপকে ৩-০ গোলে বিধ্বস্ত করে। তবে প্রথম ম্যাচটি জিতলেও গোলের সংখ্যা না বাড়ানোর আফসোস রয়েছে পুরো দলের। সুযোগ কম আসেনি যদিও। শুধু ফিনিশিংয়ের দুর্বলতা প্রভাব ফেলেছে।
পাকিস্তানের বিপক্ষে সেই ভুল আর করতে চায় না বাংলাদেশ। ডিফেন্ডার আঁখি খাতুন বলেছেন, ‘এর আগেও পাকিস্তানের বিপক্ষে খেলেছি। এবার চেষ্টা করবো অ্যাটাকিং ফুটবল খেলে গোল বাড়াতে। যার যার জায়গা থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করবো। গত ম্যাচে যে ভুলগুলো করেছি তা আর করতে চাই না। আজ ফিনিশিং নিয়ে কাজ করেছি। আশা করি, ম্যাচটা জিতবো আমরা।’
২০১৮ সালে বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে পাকিস্তানকে ১৭-০ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ। ওই ম্যাচে একাই ৭ গোল করেছিলেন স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না। সিনিয়রদের এই ম্যাচেও সেরাটা দিতে চান স্বপ্না, ‘আমরা জয়ের জন্য খেলবো। ভারতের বিপক্ষে পাকিস্তান যে ম্যাচ খেলেছে সেটা দেখেছি। মালদ্বীপের বিপক্ষে আমরা সুযোগ পেয়েছিলাম, কাজে লাগাতে পারলে গোল আরও বাড়তো। বিষয়টা নিয়ে আমরা কাজও করেছি। কালকের ম্যাচে আরও ভালো করার লক্ষ্য।’
মালদ্বীপের বিপক্ষে গোলের দেখা না পেলেও একটি গোল করিয়েছেন সানজিদা আক্তার। এই উইঙ্গারের অবশ্য আক্ষেপ কাজ করছে না, ‘প্রথম ম্যাচ জিতেছি। এখন পাকিস্তানের বিপক্ষেও স্বাভাবিক খেলাটা খেলে ম্যাচ জিততে চাই। গোল করতে না পারায় আমার আক্ষেপ লাগে না। আমি যেহেতু উইংয়ে খেলি, তাই আমার ক্রসে যাতে কেউ গোল পায় সেই লক্ষ্য থাকে। গত ম্যাচে সাবিনা আপুকে দিয়ে একটা গোল করিয়েছি। এতেই আমার আনন্দ।’ পাকিস্তানকে হারাতে পারলে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে সাবিনারা।