ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং ফকির বাজার স্কুল এণ্ড কলজ শিক্ষার মানানয়ন সভা অনুষ্ঠিত
Published : Saturday, 10 September, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি ||
কুমিল্লার বুড়িচং উপজলার  ঐতিহব্যবাহী বিদ্যাপীঠ ফকির বাজার ¯ুল এণ্ড কলজর উদ্যাগ গতকাল ৮ সপ্টম্বর শিক্ষার মানানয়ন ও এসএসসি পরীক্ষা নিয় এক সভা অনুষ্ঠিত হয়ছ। ফকির বাজার ¯ুল এণ্ড কলজর সভাপতি আবু জায়দ মা. সামশদ এর সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখন ¯ুর এণ্ড কলজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাসলিমা বগম। বক্তব্য রাখন বিদ্যাৎসাহী সদস্য মা. আমজাদ হাসন। উপ¯িত ছিলন কলজ শাখার শিক্ষক প্রতিনিধি আবদুল খালক ভুইয়া, সহকারী অধ্যাপক মা. রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মা. মাসুদুর রহমান,  মা. আবদুল আউয়াল ভুইয়া, সহকারি প্রধান শিক্ষক  মা.  দলায়ার হাসন,  মা. আমিনুল ইসলাম, মা. মফিজুল ইসলাম, মা. রফিকুল ইসলাম, মা. গিয়াস উদ্দীন, প্রভাষক আতাউর রহমান, প্রভাষক মনির হাসন, অভিভাবক সদস্য জাকির হাসন চধুরী, সিরাজুল ইসলাম, মা. সাদক, মা. ইউনুস মিয়া, মির্জা তফিক, আবদুর কাইয়ুম,  শিক্ষক মা. বিল্লাল হাসন। সভাপতি তাঁর বক্তব্য অত্র প্রতিষ্ঠানর শিক্ষার সার্বিক মানানয়নর লক্ষ্য বিভিন পদক্ষপর কথা ব্যক্ত করন।