ইয়াকুব আলী ভুইয়া স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নবীনগর চ্যাম্পিয়ন
Published : Saturday, 10 September, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
ইয়াকুব আলী ভুইয়া স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আন্দিকুট ইউনিয়নের গনিপুর একাদশকে ২-১ গোলে হারিয়ে নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হায়দরাবাদ হাজী ইয়াকুব আলী ভুইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ¦ হারুণ-আল রশীদের সভাপতিত্বে খেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন আন্দিকুট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিযুশ চন্দ্র দাস, মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার, বাঙ্গরা বাজার থানার ওসি ইকবাল হোসেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাইনুল হোসেন, বি-বাড়িয়া জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ, মুরাদনগর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, আবদুল কাদির, শিমুল বিল্লাল।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ডাক্তার মিজানুর রহমান, লাউর ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির, দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, আন্দিকুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর কিবরিয়া, বিশিষ্ট ব্যবসায়ী বাছির মিয়া, আবু সাইদ, সফিকুল ইসলাম ও অহিদুল ইসলাম প্রমুখ।
খেলা শেষে বিজয়ী লাউর ফতেহপুর ইউনাইটেডকে চ্যাম্পিয়ন ট্রফি, রানার আপ গনিপুর একাদশকে এলইডি টিভি প্রদান করা হয়। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারী ভিপি ময়নাল হোসেন, সহকারী রেফারী ছিলেন আবদুর রকিব, মিজানুর রহমান ও নাজমুল হাসান রবিন।