ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোবাইল ছেড়ে বই ধরার আহবান ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র
Published : Saturday, 10 September, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
এশিয়া মহাদেশের নাক-কান-গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন, ‘শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে চাইলে শিক্ষার্থীদের মোাবইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। শিক্ষার্থীরা মোবাইল ফোন ছেড়ে হাতে বই-খাতা তুলে নিতে হবে’।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শালচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদয়ন সাংস্কৃতিক সংগঠনে কম্পিউটার ল্যাব উদ্বোধনে  প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক ড. প্রাণ গোপাল দত্ত বলেন, আজ-কাল অধিকাংশ শিক্ষার্থীরা সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। আর মোবাইল ফোন যে মানুষের মস্তিস্ক কত রকমের ক্ষতি করছে তা অনেকেরই অজানা। আবার কেউবা জেনেও ব্যবহার করছে। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে মানুষের স্মৃতি শক্তি হৃাস পাচ্ছে। পড়া-লেখা ও খেলাধুলা ছেড়ে মাদকের দিকে ঝুঁকছে’।
তিনি বলেন, পৃথিবীতে মোবাইল ফোনের অপব্যবহার সম্পর্কে জেনে আশ্চার্য হয়ে মোবাইল ফোন আবিস্কারক ৯৩ বছর বয়সী মার্টিন কুপার সম্প্রতি নিজেও এক স্বাক্ষাৎকারে জানিয়েছেন ‘এমনটা জানলে আমি মোবাইল ফোন আবিস্কার করতাম না’।
এলাকার শিক্ষার্থীরা মাদক ও মোবাইল ছেড়ে কম্পিউটার শিক্ষা গ্রহণের জন্য উদয়ন সাংস্কৃতি সংগঠনকে দুইটি কম্পিউটার উপহার দেন প্রধান অতিথি।
এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, থানা অফিসার  ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খান, চান্দিনা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান।
উদয়ন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. আবুল খায়ের জামাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পদেক মো. জসিম উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন বরকইট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, মো. আবুল তালেব, জসিম উদ্দিন, মাসুম বিল্লাহ প্রমুখ।