নিলাম ডাক না দিয়ে অবৈধ ভাবে ভবন ভেঙ্গে ফেলার অভিযোগ
Published : Saturday, 10 September, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ১ নং রাজাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাঁচোড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের পরিত্যাক্ত একটি ভবনের নিলাম ডাক পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি না দিয়ে ভাঙ্গা নিয়ম নীতির তোয়াক্কা না করে ও বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়- পাঁচোড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের পূর্বের দক্ষিণ ভিটি ও বর্তমান বিদ্যালয়র মাঝামাঝি স্থানে অবস্থিত ৪ রুম বিশিষ্ট একটি ভবন নিলাম ডাক না দিয়ে পার্শ্ববর্তী এক ব্যক্তির নিকট স্কুল কর্তৃপক্ষ প্রায় ৭৫ হাজার টাকা বিক্রি করে দিয়েছে বলে জানা যায়। বিষয়টি স্থানীয় জনমনে ব্যাপক জিগাংসার জন্ম দিয়েছে। এবিষয়ে গত ১১ জুন অত্র স্কুলের অধিবেশনে বা বৈঠকে ভবন বা ঘরটি ঝুঁকিপূর্ণ বিধায় অপসারণ করার প্রস্তাব করা হয়েছিল এবং উক্ত অধিবেশনে স্কুল কমিটির সকল সদস্যগণও উপস্থিত ছিলেন না। এ বিষয় বিদ্যালয়ের সভাপতি মো. আবুল কালাম আজাদের সাথে মুঠো ফোনে আলাপ হলে তিনি জানান- অভিযোগর বিষয়টি অস্বীকার করে বলেন- তিনি সহ কমিটির ৫ সদস্য ও স্কুলের শিক্ষকগণ মিটিং করে রেজুলেশন পূর্বক সিদ্ধান্ত নিয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এ ভবনটি অপসারণ করা হয়েছে। এলাকার কিছু লোক অযথা ভালো কাজের বিরাধীতা করছে।