ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় আধুনিক সেচ সুবিধা সম্প্রসারণ ও সেচ দক্ষতা বৃদ্ধি শীর্ষক কর্মশালা
Published : Saturday, 10 September, 2022 at 12:00 AM, Update: 10.09.2022 12:53:21 AM
কুমিল্লায় আধুনিক সেচ সুবিধা সম্প্রসারণ ও সেচ দক্ষতা বৃদ্ধি শীর্ষক কর্মশালানিজস্ব প্রতিবেদক: আধুনিক সেচ সুবিধা সম্প্রসারণ ও সেচ দক্ষতা বৃদ্ধিতে কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প; প্রভাব চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিএডিসি কুমিল্লা সেমিনার কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ সড়ক ও মহাসড়ক বিভাগ এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, পরিকল্পনা কমিশনের সেচ অনু বিভাগের যুগ্মপ্রধান মহাঃ এনামুল হক, বিএডিসি'র সদস্য পরিচালক ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিএডিসি'র প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাফর উল্লাহ্।
মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ ড. মোঃ আনোয়ার হোসেন,
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কুমিল্লা -চাঁদপুর- ব্রাহ্মনবাড়ীয়া জেলার সেচ এলাকার উন্নয়ন প্রকল্প পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসির চেয়ারম্যান (গ্রেড-১) এ এফ এম হায়াতুল্লাহ।