ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় আগুনে পুড়ে দুই প্রতিবন্ধী ভাইয়ের মৃত্যু
Published : Saturday, 10 September, 2022 at 12:00 AM, Update: 10.09.2022 12:54:10 AM
কুমিল্লায় আগুনে পুড়ে দুই প্রতিবন্ধী ভাইয়ের মৃত্যু প্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাইয়ে আগুনে পুড়ে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার ৯ সেপ্টেম্বর বিকালে
উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামে পূর্ব পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৃত আমান মিয়ার ছেলে মানসিক প্রতিবন্ধী শাহজাহান( ২৮) ও শারীরিক প্রতিবন্ধী সোহাগ (১৮)।
ঘটনাস্থল পরিদর্শন করে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইউব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে সাব- ইন্সপেক্টর জীবন রায় চৌধুরী বলেন, নিহত মানসিক প্রতিবন্ধী শাহজাহান নিজেই বসতঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে শারীরিক প্রতিবন্ধী ভাই সোহাগকে আগুনে ফেলে দিয়ে নিজেও আগুনে ঝাপ দেয়। এ সময় তাদের চিৎকারে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরিমধ্য বসতঘর ও দুই ভাই আগুনে ঝলসে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।
লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব বলেন, এ ঘটনা শুনে ঘটনা স্থলে যাই। নিহতদের মা অন্যের বাড়িতে কাজ করে এবং তাদের সৎ পিতা জয়নাল মিয়া দিনমজুরের কাজ করেন। ঘটনার সময় তারা কেউই বাড়িতে ছিলেন না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।