Published : Saturday, 10 September, 2022 at 12:00 AM, Update: 10.09.2022 12:54:37 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় পুলিশের কাছ থেকে এক আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ
উঠেছে জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন বাঙ্গরা পূর্ব ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান শেখ জাকিরের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ
ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাঙ্গর বাজার থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন।
ছিনিয়ে নেওয়া ছিনতাই মামলার আসামি আকরাম হোসেন (৩২) ওই চেয়ারম্যানের ছোট
ভাই ও বাঙ্গরা গ্রামের শেখ রমিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে
জানা যায়, গত রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা এগারোটায় বাঙ্গরা বাজারের অগ্রণী
ব্যাংকের সামনে থেকে চেয়ারম্যানের ছোট ভাই আকরাম হোসেন দৌলতপুর গ্রামের
ইকবাল হোসেনের ছেলে ফুয়াদ আল সাইদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে
নেয়। ওই রাতেই এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয় । ঘটনার তদন্ত শেষে থানায়
নিয়মিত মামলা রুজু হয় গত বৃহস্পতিবার বিকেলে। শুক্রবার সন্ধ্যা সাতটার
দিকে আকরাম হোসেনকে গ্রেফতার করতে বের হয়ে বাজারেই তাকে পেয়ে যায় পুলিশ।
তাকে নিয়ে আসার সময় পথে লোকজন নিয়ে ব্যারিকেড দিয়ে পুলিশের কাছে ওয়ারেন্টের
কপি দেখতে চায় চেয়ারম্যান জাকির হোসেন। এসময় পুলিশের সাথে বাদানুবাদের এক
পর্যায়ে হাতাহাতি করে ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন চেয়ারম্যান শেখ
জাকির।
বাঙ্গরা বাজার থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, চেয়ারম্যান
শেখ জাকিরের ছোট ভাই আকরামের বিরুদ্ধে মামলা ছিলো। এসআই রনি চৌধুরি তাকে
গ্রেফতার করে নিয়ে আসার সময় চেয়ারম্যান ও তার লোকজন তাকে ছিনিয়ে নেয়। আমরা
ফোর্স সংখ্যা বাড়িয়ে তাকে গ্রেফতারের চেষ্টায় আছি।’
এ বিষয়ে যোগাযোগ করা
হলে চেয়ারম্যান শেখ জাকির বলেন, আমার ছোট ভাই আকরামকে পুলিশ প্রেফতার করে
নেয়ার সময় ওয়ারেন্টের কপি দেখতে চাওয়ায় এক কনেস্টেবল আমার বুকে লাথি মারলে
আমি মাটিতে লুটিয়ে পরি। এর পর উপস্থিত লোকজনের মধ্যে হৈচৈ পরে যায়। এর পরের
ঘটনা আমি আর বলতে পারছি না।