ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
শাহীন আলম,
Published : Saturday, 10 September, 2022 at 7:20 PM
দেবিদ্বারে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিতকুমিল্লার দেবিদ্বারে ৪৯তম  জাতীয় স্কুল ও মাদরাসা, কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের ক্রীড়া প্রতিযোগিতার মূলপ্রতিপাদ্য ছিলো, “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল-মাদক ছেড়ে খেলাধুলায় চল”। 
স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. নাসরিন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার থানার অফিসার ইনর্চাজ (ওসি) কমল কৃষ্ণ ধর। 
সহকারী শিক্ষা অফিসার মো. মাইনুদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে গেলে আমাদের যে স্বপ্ন সুন্দর সোনার বাংলা গড়া সম্ভব। জাতির পিতার যে স্বপ্ন সেটা বাস্তবায়িত হবে।’ এ ক্ষেত্রে আমার যত ধরণের সহযোগিতা প্রয়োজন আমি করব।  একটি সুস্থ সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি ক্রীড়ার বড় অবদান আমরা দেখতে পাচ্ছি। এখন ছেলেমেয়েরা মাঠে ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলা করছে। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এসময় আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ময়নাল হোসেন, দেবিদ্বার মফিজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, ধামতি হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকতল হোসেন, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল প্রমুখ।