ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও চার্জ বিনিময়
Published : Sunday, 11 September, 2022 at 12:00 AM, Update: 11.09.2022 12:26:24 AM
কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও চার্জ বিনিময়স্টাফ রিপোর্টার।। গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতি কার্যালয়ে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২২-২৩ সেশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির এনরোলমেন্ট সেক্রেটারি এডভোকেট মোঃ আব্দুস সবুর। এ ছাড়াও বক্তব্য রাখেন- বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় পরিষদ (উচ্চ পরিষদ) এর সহ-সভাপতি মোঃ এমদাদ হোসেন, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় পরিষদ (উচ্চ পরিষদ) এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের খোকন, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি মোঃ আক্তার হোসেন, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় পরিষদ এর যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের কালন, নির্বাচন কমিশনার মোঃ বোরহান উদ্দিন এবং সহ-নির্বাচন কমিশনার মোঃ শফিকুল ইসলাম চৌধুরী ও মোঃ মিজানুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ মিজানুর রহমান মজিব, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক (ফৌজদারী কোর্ট) মোঃ মাহাবুবুল আলম, সহ-সাধারণ সম্পাদক (সিভিলকোর্ট) মোঃ মজিবুল আলম উজ্জ্বল, অর্থ সম্পাদক মোঃ আবু তাহের ফরাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক আবু ছায়েম মুছা প্রচার সম্পাদক মোঃ মোবারক হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মোঃ খোরশেদ আলম, মোঃ শাহ জাহান, মোঃ ফয়সাল হোসেন, মোঃ আবুল কাশেম ও মোসা: নাছরিন পারভীন সহ কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির প্রায় দুই শতাধিক আইনজীবী সহকারীগণ।