তাইমিয়ান্স গ্র্যান্ড রি-ইউনিয়ন রেজিষ্ট্রেশন উদ্বোধন
Published : Sunday, 11 September, 2022 at 12:00 AM
ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত তাইমিয়ান্স গ্রুপের প্রথম গ্র্যান্ড রি-ইউনিয়ন আয়োজনের রেজিষ্ট্রেশনের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতিষ্ঠানের হল রুমে শিক্ষক ও ৩২টি ব্যাচের (১৯৮৮-২০১৯) তাইমিয়ান্স মডারেটরদের উপস্থিতিতে আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য গ্র্যান্ড রিইউনিয়নের রেজিষ্ট্রেশনের এ কার্যক্রম শুরু হয়।
তাইমিয়ান্স গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন ডঃ আলমগীর রিপনের সমন্বয়ে, এমদাদুল হকের সঞ্চালনায় এবং বদরুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির শিক্ষক আমিনুল হক এবং আব্দুস সাত্তার। এর পাশাপাশি িি.িঃধরসরুধহং.পড়স ওয়েবসাইটের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের শিক্ষক মুসলেমউদ্দীন।
বক্তারা বলেন, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রথম থেকে শুরু করে ২০১৯ পর্যন্ত মোট ৩২ টি ব্যাচের এই প্রথম রি-ইউনিয়নের ঘোষণা সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে। এ আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন জোরালো হবে। বক্তারা এই রি-ইউনিয়নের সার্বিক সফলতা কামনা করেন।অতিথি বৃন্দ সকল ব্যাচের মডারেটরের হাতে রেজিষ্ট্রেশন ফরম তুলে দেন, অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ইশতিয়াক শাহীন।