লন্ডনে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১১ সেপ্টেম্বর) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, আগামী ১৯ লন্ডনে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র জানায়, জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার সময় লন্ডনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ১৯ সেপ্টেম্বর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া হবে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে গত ৮ সেপ্টেম্বর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। আগামী ১৯ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অন্ত্যেষ্টিক্রিয়া হবে। পরে সেইন্ট জর্জ চ্যাপেলে রানিকে সমাহিত করা হবে।