ইউএস ওপেনের নতুন রানি শিয়াতেক
Published : Monday, 12 September, 2022 at 12:00 AM
ফ্রেঞ্চ
ওপেনের শিরোপা দুইবার জিতেছেন ইগা শিয়াতেক। কিন্তু ইউএস ওপেনে সর্বোচ্চ
সাফল্য ছিল চতুর্থ রাউন্ড পর্যন্ত যাওয়া। সেই শিয়াতেকই এবার নিজেকে ছাপিয়ে
জিতে নিলেন ইউএস ওপেনের শিরোপা। রোববারের ফাইনালে ওন্স জাবেরকে হারিয়েছেন
পোল্যান্ডের এ তারকা।
আর্থার অ্যাশলে স্টেডিয়ামে ৬-২, ৭-৬ (৭-৫) গেমে
সরাসরি সেটেই ফাইনাল ম্যাচটি জিতেছেন ২১ বছর বয়সী শিয়াতেক। যার সুবাদে ইউএস
ওপেনের প্রথম ও ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন এ পোলিশ
তরুণী। অন্যদিকে উইম্বলডনের পর ইউএস ওপেনেও রানারআপ হলেন জাবের।
শিরোপা
নির্ধারণী ম্যাচে প্রথম সেট সহজেই ৬-২ গেমে জেতেন শিয়াতেক। দ্বিতীয় সেটে
ঘুরে দাঁড়ানোর আভাস দেন জাভের। কিন্তু ৬-৬ এর পর টাইব্রেকারে আর পারেননি এ
তিউনিসিয়ান তারকা। যে কারণে আরও একবার খালি হাতেই ফাইনাল থেকে ফিরতে হলো
তাকে।
অন্যদিকে অ্যাশলে বার্টি অবসর নেওয়ার পর থেকে নারী টেনিস এককের
রাজত্ব পুরোপুরি নিজের করে নিয়েছেন তরুণী শিয়াতেক। চলতি বছর টানা ৩৭ ম্যাচ
জেতার পথে ছয়টি শিরোপা উঁচিয়ে ধরেছেন তিনি। যেখানে ইউএস ওপেনের আগেও ছিল এ
বছরের ফ্রেঞ্চ ওপেনের শিরোপা।