Published : Monday, 12 September, 2022 at 12:00 AM, Update: 12.09.2022 12:31:23 AM
হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় স্কুলে যাওয়ার পথে সাপের কামড়ে মো. মাহবুব নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার নারায়নপুর গ্রামের মজিবুর রহমানের পুত্র। গতকাল রবিবার দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাপে কাটা চিহ্ন দেখে বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসাপাতাল এবং পরিবার সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো ওই দিনও শিশু মাহবুব সকালে স্কুলে গিয়েছিল। স্কুলে যাওয়ার কিছুক্ষণ পরেই সে আবার বাড়ি ফিরে আসে। ঘরে ফিরে ভাল লাগছে না বলেই একটি ব্রেড খেয়ে বিছানায় শুয়ে পড়ে। তারপর বেশ কয়েকবার বমি করে। অবস্থার অবনতি হলে দুপুর সাড়ে বারোটায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মাহবুবকে মৃত ঘোষণা করেন।