ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মহাসড়কের পাশে যুবকরে রক্তাক্ত মরদেহ
Published : Monday, 12 September, 2022 at 12:00 AM, Update: 12.09.2022 12:31:53 AM
মহাসড়কের পাশে যুবকরে রক্তাক্ত মরদেহবুড়িচং প্রতিনিধি।।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার  বুড়িচং উপজেলার নিমসার পরিহলপাড়া এলাকার ঝোপের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় মনির হোসেন ( ৩৫)নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে বুড়িচং থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় শনিবার সকালে স্থানীয়রা নিমসার পূর্বপাড়ার পরিহল পাড়া এলাকায় ঢাকা -চট্টগ্রাম সড়কের পাশে ঝোপের ভেতরে মরোদেহটি পড়ে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।  ভিকটিম মনির হোসেন জেলার দাউদকান্দি পৌর এলাকার ৪নং ওয়ার্ডের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে। খবর পেয়ে নিহতের মা রেহেনা বেগম (৬৩)ভাই ও স্বজনরা ছুটে আসেন ঘটনাস্থলে। এদিকে বুড়িচং থানা দেবপুর ফাঁড়ি পুলিশ সহ ঘটনাস্থলে উপস্থিত হয় জেলা সিআইডি ক্রাইম ইউনিট, পিবিআই সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন।
নিহত মনির হোসেন এর মা রেহেনা বেগম এর নিকট থেকে গত শনিবার ২ হাজার টাকা নিয়ে নিমসার বাজারে আসে সবজি কেনার জন্য। সবজি কিনতে এসে সে আর বাড়ি ফিরে যায় নি। অপর দিকে তার মা রেহেনা বেগম এলাকায় একটি অনুষ্ঠানের কাজে চলে যায়। রোববার সকালে মনির হোসেন এর খবর পেয়ে আত্মীয় স্বজন নিয়ে ঘটনাস্থলে আসেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান সত্যতা নিশ্চিত করে বলেন। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারনে, কেন কারা এবং কিভাবে এ ঘটনা হয়েছে তা তদন্ত শেষ বলা যাবে। নিহতের স্বজনদের সাথে কথা বলা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাত আসামী করে বুড়িচং থানায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।