কুমিল্লার রাজগঞ্জ বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুমিল্লা। সোমবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন অধিকারের সহকারী পরিচালক আছাদুল ইসলাম।
তিনি জানান-রাজগঞ্জ বাজারে শিশু খাদ্য, গুড়ো দুধ, হোটেল ও নিত্যপণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ করায় মিজান স্টোরকে ৫ হাজার টাকা,মাহমুদ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে মোল্লা হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।