দুয়ারে কড়া নাড়ছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক ইভেন্ট এলেই দলগুলোর বিশেষায়িত জার্সি চোখে পড়ে। স্বাগতিক অস্ট্রেলিয়া তো এবার এমন জার্সি জানালো, যা তারা বৈশ্বিক ইভেন্টে পরতে যাচ্ছে এই প্রথমবার।
অস্ট্রেলিয়ার এবারের জার্সিটির নকশা আদিবাসী ও টরেস স্ট্রেইট দ্বীপের স্থানীয় আদিবাসীদের পতাকা থেকে অনুপ্রাণিত। যাকে বলা হচ্ছে ‘আদিবাসী কিট’।
হ্যাগেন জার্সিটির ডিজাইনের ব্যাখ্যায় বলেছেন, ‘লাল, কালো, হলুদ যা মূলত আদিবাসীদের পতাকার প্রতিনিধিত্ব করে। আবার নীল, সাদা ও সবুজ টরেস স্ট্রেইট দীপের স্থানীয় আদিবাসী পতাকার প্রতিনিধিত্ব করে।
অর্থাৎ আধিবাসীদের ছোঁয়া থাকছে পুরো জার্সি জুড়ে। এর নকশা করেছেন আন্টি ফিওনা ক্লার্ক ও কোর্টনি হেগেন। কালো হাতার জার্সিটির বুক জুড়ে থাকছে সবুজ-সোনালী গ্র্যাডিয়েন্টের শিল্পকর্ম। শিল্প কর্মটি পুরো জার্সি জুড়েই পাওয়া যাবে।
তবে আগের জার্সিগুলোর মতো ওয়াকঅ্যাবাউট উইকেটের শিল্পকর্ম ঠিকই কেন্দ্রীয় নকশা হিসেবে জার্সিটিতে স্থান পেয়েছে।
অক্টোবরে ঘরের মাঠে অস্ট্রেলিয়া তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে। সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানে তাদের সঙ্গে আছে- নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইংল্যান্ড ও প্রথম পর্ব থেকে আসা দুটি দল।