ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা জেলা পরিষদে তিন পদে ৮৬ জনের মনোনয়নপত্র জমা
জহির শান্ত
Published : Thursday, 15 September, 2022 at 7:40 PM
কুমিল্লা জেলা পরিষদে তিন পদে ৮৬ জনের মনোনয়নপত্র জমাকুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৮৬জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন বিকাল তিনটা পর্যন্ত কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তারা। এর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৬৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২০জন মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু ও স্বতন্ত্র প্রার্থী দুলাল মিয়া মনোনয়ন জমা দিয়েছেন। 
আগামী ১৭ অক্টোবর কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার ১৭টি ওয়ার্ডে মোট ভোটার ২৬৮০ জন। এর মধ্যে ২০৫৩ পুরুষ এবং ৬২৭ জন নারী ভোটার রয়েছেন। ১৭টি ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ ভোট মুরাদনগরে ২৮৯ জন এবং সর্বনিম্ন ভোট সদর দক্ষিণে ৯১ জন।
জানা গেছে, কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১৭টি ওয়ার্ডের মধ্যে সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ৫ জন, ৩ নং ওয়ার্ডে ৩ জন, ৪ নং ওয়ার্ডে ৪ জন, ৫ নং ওয়ার্ডে ৫ জন, ৬ নং ওয়ার্ডে ৩ জন, ৭ নং ওয়ার্ডে ১০ জন, ৮ নং ওয়ার্ডে ২ জন, ৯ নং ওয়ার্ডে ১ জন, ১০ নং ওয়ার্ডে ৭ জন, ১১ নং ওয়ার্ডে ৩ জন, ১২ নং ওয়ার্ডে ১ জন, ১৩ নং ওয়ার্ডে ১ জন, ১৪ নং ওয়ার্ডে ৩ জন, ১৫ নং ওয়ার্ডে ৫ জন, ১৬ নং ওয়ার্ডে ১ জন, এবং ১৭ নং ওয়ার্ডে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন।
অপরদিকে সংরক্ষিত নারী সদস্য পদে ১ নং ওয়ার্ডে ৪জন, ২ নং ওয়ার্ডে ৪ জন, ৩ নং ওয়ার্ডে ৬ জন, ৪ নং ওয়ার্ডে ২ জন,  ৫ নং ওয়ার্ডে ১ জন, ৬ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান জানান, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৬৪ জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন পত্র নিয়েছেন ২০ জন মনোনয়ন জমা দিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে জেলা প্রশাসক কার্যালয়ে যান চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। এর আগে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।