Published : Saturday, 17 September, 2022 at 12:00 AM, Update: 17.09.2022 12:17:49 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় কমলাঙ্ক সাহিত্য একাডেমির উদ্যোগে কবিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) নগরীর পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপি কর্মশালা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বায়তুল্লাহ্ কাদেরী। কর্মশালায় কুমিল্লার বিভিন্ন শ্রেণিপেশার অন্তত ৬০ জন অংশগ্রহণ করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলাঙ্ক সাহিত্য একাডেমির সভাপতি ড. আলী হোসেন চৌধুরী। সংগঠনের সহ সভাপতি বদরুল হুদা জেনু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যক্ষ সফিকুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নাগরিস আক্তার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপকড. মনিরুজ্জামান, কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান। অতিথিদের উপহার প্রদান করেন কমলাঙ্ক সাহিত্য একাডেমির সদস্য ফয়জুন্নেছা সীমা।