ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় পুকুরে গোসল করতে নেমে মৃত্যু, জাল টেনে উদ্ধার
Published : Thursday, 15 September, 2022 at 8:56 PM
কুমিল্লায় পুকুরে গোসল করতে নেমে মৃত্যু, জাল টেনে উদ্ধারকুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে গোসল করতে নেমে মীর হোসেন মীরু (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে মাছ ধরার জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের শুভপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মীর হোসেন মীরু শুভপুর গ্রামের বাসিন্দা।

বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ এতথ্য নিশ্চিত করেছেন।

মীর হোসেন মীরুর ছেলে মফিজুর রহমান জানান, দুপুরে তার বাবা বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় ধরে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে পুকুরে জাল ফেললে তাতে মরদহেটি উঠে আসে।

ধারণা করা যাচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। কয়েকমাস আগে তার হার্টে রিং বসানো হয় বলে জানিয়েছে তার পরিবার।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা থানায় এলে বিস্তারিত জানাতে পারবো।