Published : Saturday, 17 September, 2022 at 12:00 AM, Update: 17.09.2022 12:18:39 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে
আটক করেছে র্যাব। শুক্রবার দুপুরে জেলার সদর দক্ষিণ মডেল থানার নোয়াগ্রাম
এলাকা এবং জেলার চৌদ্দগ্রাম থানার কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৪
কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পৃথক অপর এক
অভিযানে ১৫ সেপ্টেম্বর রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানাকোর্ট বাড়ী বিশ^রোড
এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক
ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো-কুমিল্লা
জেলার কোতয়ালী মডেল থানার রাজেন্দ্রপুর গ্রামের মোঃ বাপ্পি, সদর দক্ষিণ
থানার নোয়াগ্রাম গ্রামের মোশারফ হোসেন, চৌদ্দগ্রাম থানার কালী কৃষ্ণনগর
গ্রামের মোঃ সুমন মিয়া (৩০)। র্যাব জানায়- প্রাথমিক অনুসন্ধান ও
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন
স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল
বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার
সদর দক্ষিণ মডেল, কোতয়ালী মডেল থানা ও চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা
গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান
অব্যাহত থাকবে।