পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ ও দায়িত্বে অবহেলা বরুড়ায় চার শিক্ষককে প্রত্যাহার
Published : Sunday, 18 September, 2022 at 12:00 AM
এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষার কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করার অভিযোগে কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষকে দায়িত্ব থেকে প্রত্যাহর করা হয়েছে।
জানা যায়, শনিবার এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিলো। ওই সময়ে বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কক্ষে নিষেধ থাকা সত্ত্বেও মোবাইল নিয়ে প্রবেশ করেন চার শিক্ষক। এ অভিযোগে চার শিক্ষককে কক্ষ প্রত্যাবেক্ষকের দায়িত্ব থেকে প্রত্যাহার করেন কেন্দ্র সচিব মোহাম্মদউল্লাহ। প্রত্যাহরকৃত শিক্ষকরা হলেন, মুগগাওঁ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল হোসেন চৌধুরী, হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রবিউল আউয়াল, মোঃ হাসান সাইদ ও শিলমুড়ি রাজ রাজেশ্বরী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জয় চন্দ্র দে। এছাড়া পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় একই কেন্দ্রের পরিক্ষার্থী মোঃ আরমান হোসাইন উজ্জ্বল নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
মুগগাওঁ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল হোসেন চৌধুরী বলেন, তাড়াহুড়া করে পরীক্ষার হলে যেতে গিয়ে ভূল বসত মোবাইল ফোন নিয়ে প্রবেশ করি। মোবাইল ফোনের বিষয়টি খেয়াল ছিলোনা।
বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোহাম্মদউল্লাহ বলেন, পরীক্ষার কক্ষে মোবাইলে নিয়ে প্রবেশ করা নিষেধ আছে। তাঁরা চারজনই মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন ও দায়িত্বে অবহেলা করেছেন তাই তাদের এবারের এসএসসির সকল পরীক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবেনা মর্মে তিন দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা আজকের পত্রিকাকে বলেন,পরীক্ষা চলাকালীন সময়ে আমরা বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে যাই। পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ করায় ওই চার শিক্ষককে প্রত্যাহারের জন্য কেন্দ্র সচিবকে বলা হয়েছে।