ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ভ্রাম্যমাণ মিউজিয়াম বাসেই বিজ্ঞান প্রদর্শনী
Published : Sunday, 18 September, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেক: বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষার্থীদের বিকশিত করতে কুমিল্লায় ভ্রাম্যমান মিউজিয়াম বাসেই বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে শনিবার দিনব্যাপী কুমিল্লা নগরীর স্টেশনক্লাবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে নগরীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এথনিকা স্কুলের ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিজ্ঞান জাদুঘরের ফোর ডি মুভি বাস ও মিউজিয়াম প্রদর্শনী বাসে বসেই বিজ্ঞান, প্রকৃতি, মহাকাশ, সমুদ্রতল, ডাইনোসর জগত প্রত্যক্ষ করে শিক্ষার্থীরা। এসময় মিউজিয়াম বাসের বৈজ্ঞানিক সূত্রসমৃদ্ধ বিজ্ঞানের বাস্তব জ্ঞান সম্বলিত বহু শিক্ষণীয় মডেলের সঙ্গেও পরিচিত হন তারা। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বেশ সাড়া ফেলে। বিজ্ঞান প্রদর্শনীতে প্রায় ৭০ ধরনের চতুর্মাত্রিক মুভি দেখার ব্যবস্থা করা হয়। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে সাইন্স ফেয়ার-২০২২ এ অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।