Published : Tuesday, 20 September, 2022 at 8:20 PM, Update: 20.09.2022 8:33:58 PM
কুমিল্লায় পৃথক অভিযানে ১৩ কেজি গাঁজা এবং ৯৪ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ রবিউল আওয়াল নামে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
অপর এক অভিযানে গাঁজাসহ মোঃ হাবিব এবং মোঃ সাইফুল নামের দুইজনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানয়- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা এবং ফেন্সিডিসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এবং চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।